ডিজিটাল মার্কেটিং ট্রেন্ডস এবং ২০২২

অনলাইনের উপর মানুষের নির্ভরশীলতা দিন দিন বেড়েই চলেছে। করোনা পূর্ববর্তী সময়ে যে বিজনেসগুলো অফলাইনে ছিল সেগুলোও অনলাইনের উপর তাদের আস্থা বেড়ে গিয়েছে। মোটকথা ডিজিটাল মার্কেটিং আমাদের জীবনের একটি বড় অংশ দখল করে নিয়েছে। চলুন দেখে নেই ২০২২ সালে ডিজিটাল মার্কেটিং এর সাথে সম্পর্কিত কিছু ট্রেন্ডস।

  • সাম্প্রতিক সময় ফেসবুক নিয়ে ঘটনাবলীর জন্য চারিদিকে বলা শুরু হয়ে গিয়েছে ফেসবুকের উপর নির্ভরশীলতা কমাতে। কিন্তু বাস্তব কথা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষিতে ২০২২ সালেও রাজত্ত করতে যাচ্ছে ফেসবুক। অনেক বিজনেস সম্পূর্ণভাবে ফেসবুকের উপর নির্ভরশীল। ইতোমধ্যে ফেসবুক উদ্যোক্তাদের জন্য নতুন নতুন ফিচার যোগ করেছে তাদের প্ল্যাটফর্মে। সামনের দিনগুলোতে এই ধারা অব্যাহত থাকবে বলাই যায়। ইন্সটাগ্রাম ঘোষণা করেছে যে তাদের প্ল্যাটফর্ম এখন আর শুধু ফটো শেয়ারিং এর মধ্যে সীমাবদ্ধ থাকবে না। উদ্যোক্তাদের জন্য নতুন ফিচার যোগ করতে যাচ্ছে তারা।
  • ২০২২ সালে শর্ট ফরম্যাট এর ভিডিও খুব গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে যাচ্ছে। বিভিন্ন প্লাটফর্মে শর্ট ফরম্যাট এর ভিডিওর মাধ্যমে আপনি সহজেই পারছেন আপানর টার্গেট কাস্টমার এর কাছে পৌছাতে। একটি কথা মনে রাখবেন সম্প্রতি এক গবেষনায় দেখা গিয়েছে ভিডিও এডসের আপনার বিজনেসের কনভার্সন রেট বেড়ে যাওয়ার সম্ভাবনা বহুগুনে বেড়ে যায়।
  • আমাদের অনেকের ধারণা পেইড এডভাররটাইজিং করলে এসইও এর দরকার কি? যারা এরকম ভাবছেন তারা যে বোকার স্বর্গে বাস করছেন বলাই চলে। এসইও এর প্রয়োজনীয়তা কখনই শেষ হবে না। আপনার বিজনেস ওয়েবসাইটে একটি ভালো অবস্থান এনে দিতে পারে পেইড এডভাররটাইজিং এবং এসইও এর সম্মেলিত প্রয়োগ। ২০২২ সালেও আপনি এসইও কে পরিকল্পনার বাইরে রাখতে পারবেন না।
  • ইতোমধ্যে ইনফ্লুয়েন্সার মার্কেটিং এর জনপ্রিয়তা আকাশচুম্বী। ২০২২ সালেও ইনফ্লুয়েন্সার মার্কেটিং হতে যাচ্ছে ডিজিটাল মার্কেটিং এর একটি গুরুত্বপূর্ণ অস্ত্র।
  • সোশ্যাল ম্যাসেজিং এপস যেমন ফেসবুক মেসেঞ্জার, হোয়াটস্যাপ ইত্যাদি ব্যাবহার করে ২০২২ সালে আপনার বিজনেসের পরিধিটাকে আরও একটু বাড়িয়ে নেয়ার সুযোগ পাচ্ছেন। ২০২২ সালে রাজত্ব করতে চলছে সোশ্যাল ম্যাসেজিং এপসগুলো।
  • লাইভ স্ট্রিমিং এর জনপ্রিয়তা ২০২২ সালে বাড়তে যাচ্ছে নিঃসন্দেহে বাড়তে যাচ্ছে। বিভিন রকমের নতুন ফিচার যোগ করবে প্ল্যাটফর্মগুলো তাদের লাইভ স্ট্রিমিংএ এমনটাই ধারণা করা হচ্ছে।
  • AR এবং VR হতে যাচ্ছে ২০২২ সালের বিভিন্ন ট্রেন্ডসগুলোর মধ্যে অন্যতম। ফেসবুক ইতোমধ্যে তাদের স্মার্ট গ্লাসকে পরিচয় করে দিয়েছে।
  • অনলাইনে বিজনেস করছেন আর ইউজার প্রাইভেসি নিয়ে চিন্তা করবেন না তা কি করে হয়। ২০২২ সালে ইউজার প্রাইভেসি একটি বড় অংশ হতে যাচ্ছে। ইউজার যদি আপনার ওয়েবসাইটে সিকিউর ফিল না করে আপানর ওয়েবসাইটের রেঙ্কিং কমে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়।
  • ২০২২ সালে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলোতে স্টোরিজ সেকশনগুলো হতে চলেছে গুরুত্বপূর্ণ অংশ। যারা অনলাইনে বিজনেস এর জন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলোর উপর নির্ভরশীল তারা স্টোরিজ সেকশন ইউটিলাইজ করতে শিখুন।
  • ডেটার প্রয়োজনীয়তা কখনই ফুরাবার নয়। ২০২২ সালে রাজত্ব করতে চলেছে ডেটা। বিজনেস এর সাফল্য অনেকাংশে নির্ভর করবে ডেটার উপর ভবিষ্যতে।
  • মার্কেটিং এর নতুন নতুন অটোমেশন আমরা দেখতে যাচ্ছি ২০২২ সালে।
  • বিভিন্ন রকমের গেমিং প্ল্যাটফর্মগুলো হতে চলেছে ২০২২ ট্রেন্ডসগুলোর মধ্যে অন্যতম।

আমরা এমন এক সময় বাস করছি যেখানে পরিবর্তন নিয়মত হচ্ছে। উপরে উল্লেখিত বিষয় গুলোছাড়াও আরও বিভিন্ন রকমের ট্রেন্ডস আমরা দেখতে যাচ্ছি ২০২২ সালে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *