প্রফেশনাল যোগাযোগের অত্যাবশ্যকীয় কিছু নিয়মাবলী

নিজের বাক্তিগত অভিজ্ঞতা থেকে প্রফেশনাল যোগাযোগের অত্যাবশ্যকীয় কিছু নিয়মাবলী সংখিপ্ত আকারে এইখানে তুলে ধরার ছোট্ট একটুখানি চেষ্টা।

১) আপনার পরিধেয় পোশাক খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। অপরিচিত মানুষ প্রথমেই আপনার পোশাক দেখেই আপনার বিষয়ে তার মনে প্রাথমিক ধারণা অঙ্কন করে ফেলবে। এটিও ভুলে গেলে চলবে না আপনার পায়ের জুতো জোড়া একটি বড় ভুমিকা রাখে আপনাকে অন্যর কাছে নিজেকে প্রকাশ করার জন্য।

২) সবার সামনে পা তুলে বসাটা অনেকেই সহজভাবে নিতে পারে না। অনেকেই ভাবতে পারেন আপনি অহংকরী এবং সবার সাথে মেশার ক্ষমতা আপনার নেই।

৩) কারও সাথে ফেস টু ফেস কথা বলার যথাসম্ভব চেষ্টা করুন মোবাইল ফোনটি দূরে রাখার। যার সাথে কথা বলছেন তাকেই সর্বাধিক প্রাধান্য দেয়ার চেষ্টা করুন।

৪) ধন্যবাদ বলতে শিখুন। মনে রাখবেন ধন্যবাদ দিলে কেও কখনও ছোট হয় না।

৫) ব্যবসায়িক পরিচয়ের সময় অবশ্যই আপনার পুরো নামটি উল্লেখ করতে ভুলবেন না একদম। অন্য পক্ষ আপনাকে কিভাবে পরিচয় করিয়ে দিচ্ছে, সেটাও একটি গুরুত্বপূর্ণ বিষয়।

৬) কেও আপনাকে পরিচয় করিয়ে দেয়ার সময় অবশ্যই দাড়িয়ে থাকুন। ওই সময় আপনি সেখানে না থাকলে অন্যরা আপানার সম্পর্কে খারাপ একটা ধারনা করবে।

৭) ইমেইল করার সময় অবশ্যই ভালভাবে খেয়াল রাখতে হবে যেন তা ভুল মানুষের কাছে না পৌঁছায়। দরকার হলে ইমেইল ঠিকানা ভালো করে চেক করে নিতে পারেন।

৮) কোনো কাজের সাফল্যে পাবার পর কাজটির সাথে জড়িত সবার অবদানকে স্বীকৃতি দিতে ভুলে যাওয়া চলবে না একদমি।

৯) প্রতিদিন আমরা এত পরিমাণে কাজ করে থাকি সেখানে ছোটখাটো ভুল হওয়া স্বাভাবিক। এ ধরনের পরিস্থিতি দেখা দিলে অন্যের উপর দায় চাপানো থেকে বিরত থাকাটাই শ্রেয়। নিজের ভুল স্বীকার করতে শিখি আমরা। এটাও আমাদের মনে রাখতে হবে যেন একি রকমের ভুলের পুনরাবৃত্তি যাতে না ঘটে।

১০) কর্মক্ষেত্র ছাড়াও আমাদের সবারই ব্যক্তিগত ও পারিবারিক জীবন আছে। ব্যক্তিগত ও পারিবারিক জীবনে কোন সমস্যা দেখা দিলে তা যেন আমাদের কাজের উপর কোনরকম খারাপ প্রভাব না ফেলে, সে ব্যাপারে সদা সতর্ক থাকাটা জরুরি।

অগ্রিম ধন্যবাদ সবাইকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *