গোটা বিশ্ব বর্তমানে এক অস্থির সময় পার করছে, যার প্রভাব পড়েছে সকল ক্ষেত্রে। অনেক বড় বড় এডভার্টাইজাররা তাদের এডভার্টাইজিং বাজেট কমাতে বাধ্য হয়েছে। অনেক জায়গায় বর্তমান পরিস্থিতির সাথে মানিয়ে নিতে চলছে ছাঁটাই। ছোট ছোট বিজনেসের ক্ষেত্রে পরিস্থিতি আরও ভয়াবহ। অর্থের অভাবে তারা সরে আসতে বাধ্য হয়েছে পেইড এডভার্টাইজিং থেকে,। অর্থনীতির এই দুরবস্থায় তাদের জন্য ভরসা হয়ে উঠতে পারে অর্গানিক রিচ। বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলো তাদের অর্গানিক রিচ কমিয়ে দিয়েছে বহুগুনে।
বাংলাদশের প্রেক্ষাপটে বহুল ব্যবহারিত দুটি প্লাটফর্ম, হচ্ছে ফেসবুক এবং ইন্সটাগ্রাম। অনেক ছোট ছোট বিজনেস সম্পূর্ণরুপে এই দুটি প্লাটফর্ম এর উপর নির্ভর করে দাড়িয়ে আছে। বর্তমান সময়ে অনেকের জন্য কঠিন হয়ে যাচ্ছে বিজ্ঞাপন এর জন্য অর্থ বরাদ্দ রাখা। এইসব ছোট ছোট বিজনেস গুলো যদি অর্গানিক রিচ এর কৌশলগুলো তাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ অন্তর্ভুক্ত করতে পারে ভাল কিছুর প্রত্যাশায়। ব্যাপারটা এমন না যে আজকে এপ্লাই করলাম আর আগামীকাল থেকেই ফল আসা শুরু করবে। সময় এবং ধৈর্য দুইটি বিষয় আমাদের মাথায় রাখতে হবে। আজ ইন্সটাগ্রামের অর্গানিক রিচ বাড়ানোর কিছু গোপন কৌশল তুলে ধরার চেষ্টা করছি। আসুন একনজরে দেখে নেই কৌশলগুলো।
কন্টেন্ট : অন্যান্য সোশ্যাল মিডিয়া প্লাটফরমগুলোর মত ইন্সটাগ্রামের জন্যও ভালো কন্টেন্ট অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয়। পর্যাপ্ত রিসার্চ করুন একটি কন্টেন্ট তৈরি করার আগে। আপনার অডিয়েন্স এর জন্য কি রকম কন্টেন্ট কার্যকরী রিসার্চ করে বের করুন। একটি ভাল কন্টেন্ট বহুগুনে আপনার অর্গানিক রিচ বাড়িয়ে দিবে।
ক্যাপশন : পোস্টের সাথে একটি সুন্দর ক্যাপশন যোগ করে দিতে পারলে অর্গানিক রিচ বেড়ে যাবার সম্ভাবনা বহুগুনে বেড়ে যায়। এমন ক্যাপশন দেয়ার চেষ্টা করুন যা কিনা আপনার কাঙ্খিত অডিয়েন্সকে সহজে আকর্ষিত করে।
ইন্সটাগ্রাম রিলসঃ বর্তমান সময়ে শর্টস ভিডিওর ব্যাপক চাহিদা মার্কেটে। অর্গানিক রিচ বাড়িয়ে নেয়ার জন্য ইন্সটাগ্রাম রিলস হতে পারে আপনার জন্য অন্যরকম এক হাতিয়ার। আপনার ইন্ড্রাস্ট্রির ধরন অনুযায়ি রিলস তৈরি করে ফেলুন এবং অর্গানিক রিচটাকে এই সুযোগে বাড়িয়ে নিন।
ধারাবাহিকতাঃ ধারাবাহিকতা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় অর্গানিক রিচ বাড়ানোর জন্য। ধুপধাপ দুই তিনটি পোস্ট করে দেখা যায় এরপরের পোস্টগুলোর মধ্যে লম্বা একটা বিরতি পরে যায় যা কিনা আপনাকে কোনভাবে অর্গানিক রিচ বাড়াতে সাহায্য করবে না। কন্টেন্ট ক্যালেন্ডার ব্যাবহার করতে পারেন যা কিনা আপনাকে নিয়মিত পোস্ট করতে সাহায্য করবে।
কল টুঁ অ্যাকশনঃ বিভিন্ন ধরনের কল টুঁ অ্যাকশন ব্যাবহার করুন আপনার পোস্টে যা কিনা আপনার অডিয়েন্সকে ওই পোস্টে অ্যাকশন নিতে প্রলুব্ধ করবে। বিভিন্ন রকমের কল টুঁ অ্যাকশন বিদ্যমান আছে ইন্সটাগ্রামে। আপনার পোস্টের ধরন অনুযায়ী বেছে নিতে পারেন।
হ্যাশ-ট্যাগঃ হ্যাশ-ট্যাগ হতে পারে আপনার ইন্সটাগ্রামের অর্গানিক রিচ বাড়ানোর আরেকটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। রিসার্চ করে বের করুন কোন হ্যাশ-ট্যাগটি হতে পারে আপানর পোস্ট এর জন্য সবচেয়ে বেসি কার্যকরী। বেশি পরিমাণে হ্যাশ-ট্যাগ ব্যাবহার করার থেকে পরিমাণে অল্প হলেও কার্যকরী হ্যাশ-ট্যাগ ব্যাবহার করার পক্ষে আমি।
বায়োঃ আপানর বিজনেস প্রোফাইল এর বায়ো সুন্দরভাবে উপস্থাপন করুন। আপনার সার্ভিস বা প্রোডাক্টটি সম্পর্কে সংক্ষেপে ফুটিয়ে তুলুন। আপানর প্রোডাক্ট এর সাথে যায় এমন কিওয়ার্ড রাখার চেষ্টা করুন বায়োতে যা কিনা অর্গানিক রিচ বাড়াতে সাহায্য করে।
বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলোর মধ্যে আপনি ইন্সটাগ্রামে খুব সহজে উপরে উল্লেখিত কৌশলগুলো প্রয়োগ করে বাড়িয়ে নিতে পারেন আপনার ইন্সটাগ্রামের অর্গানিক রিচ। এছাড়া যখনি কোন নতুন ফিচার যুক্ত হবে প্লাটফর্মে সেগুলো ব্যাবহারের চেষ্টা করুন কেননা নতুন ফিচারগুলোতে শুরুর দিকে অর্গানিক রিচ পাওয়া যায় বেশ ভালো পরিমাণে। ধন্যবাদ সবাইকে।