শর্ট ভিডিও বানানোর সহজ উপায়সমুহ!

২০২২ সালে শর্ট ভিডিও যেরকম রাজত্ত করেছে বলার অপেক্ষা রাখে না ২০২৩ সালেও শর্ট ভিডিওর জন্য অপেক্ষা করছে আরও একটি ভালো বছর। টিকটক শর্ট ভিডিওর যে পথ দেখিয়ে দিয়ছে সেই পথ অনুসরন করে বড় বড় টেক জায়ান্টগুলো তাদের প্লাটফর্মে শর্ট ভিডিওর ফিচার ইতমধ্যে সংযোজন  করে ফেলেছে। শর্ট ভিডিওর কেন এত চাহিদা? কেননা শর্ট ভিডিওর মাধ্যমে এখন সম্ভব হচ্ছে বেশি মানুষের কাছে সহজে পৌঁছানো।

বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্লাটফরমগুলোতে এখন বলতে গেলে অর্গানিক রিচ কমে গিয়েছে। শর্ট ভিডিও যেহেতু প্লাটফর্মগুলোর জন্য নতুন ফিচার তাই ভাল একটা পরিমানে অর্গানিক রিচ পাওয়া সম্ভব হচ্ছে এখনও। যাদের পেইড মিডিয়ার জন্য বাজেট একদম কম তাদের জন্য শর্ট ভিডিও হতে পারে গুরুত্বপূর্ণ একটি অংশ। অনেক ছোট উদ্যোক্তার সাথে আমার কথা হয়েছে এবং হচ্ছে। তারা এখনও আসলে বুঝে উঠতে পারছে না তাদের ব্র্যান্ডের জন্য কি কি বিষয়ের উপর প্রাধান্য দিয়ে শর্ট ভিডিও তৈরি করবে। আজ শর্ট ভিডিও বানানোর জন্য কিছু কার্যকরী টিপস তুলে ধরার চেষ্টা করছি। চলুন দেখে নেই কোন কোন বিষয় গুলোকে কেন্দ্র করে বানাতে পারেন আপনার প্রডাক্ট বা সার্ভিসের জন্য শর্ট ভিডিও।

– আপনার প্রডাক্ট অথবা সার্ভিস ব্যাবহারের আগের এবং পরের অবস্থা তুলে ধরতে পারেন শর্ট ভিডিওর মাধ্যমে। কিভাবে আপানার প্রোডাক্ট অথবা সার্ভিস অডিয়েন্সের চলমান সমস্যা দূর করছে তার একটি সংক্ষিপ্ত চিত্র ফুটিয়ে তুলতে পারেন সহজে আপানর শর্ট ভিডিওর মাধ্যমে।

– আপনার প্রডাক্ট এর গুরুত্বপূর্ণ ফিচারগুলো নিয়ে তৈরি করে ফেলতে পারুন শর্ট ভিডিও। সাথে ট্রেন্ডিং কোন মিউজিক জুড়িয়ে দিলে মন্দ হয় না কিন্তু।

– প্রোডাক্ট এর আনবক্সিং নিয়ে করে ফেলুন শর্ট ভিডিও। এই ভিডিও গুলোর কিন্তু অনেক চাহিদা আছে মার্কেটে।

– আপনি যেই ইন্ডাস্ট্রিতে কাজ করছেন সেই ইন্ডাস্ট্রির আপডেট নিয়ে বানিয়ে ফেলতে পারেন শর্ট ভিডিও।

–  আপনার প্রোডাক্ট ব্যাবহারের পদ্ধতি বা বিভিন্ন ধাপ উল্লেখ করে সহজে বানিয়ে ফেলুন শর্ট ভিডিও।

– ক্লায়েন্ট বা কাস্টমার থেকে পাওয়া পজিটিভ রিভিউ হতে পারে শর্ট ভিডিওর অন্যতম একটি টপিক। নতুন বা পুরাতন সকল কাস্টমারদের জন্য বিশ্বাস অর্জনের জন্য এই ভিডিওগুলি কিন্তু খুব কার্যকর।

– টিম মেম্বারদের নিয়ে তৈরি করা যেতে পারে শর্ট ভিডিও। শর্ট ভিডিওর মাধ্যমে পরিচয় করিয়ে দিতে পারেন টিম মেম্বারদের। টিম মেম্বার এর সংখ্যা যদি বেশি বড় হয়ে থাকে তাহলে টিমের স্টার পারফর্মারদের নিয়ে তৈরি করা যেতে পারে শর্ট ভিডিও।

– আপনার হাতে যদি প্রোডাক্ট এর লং ভিডিও থেকে থাকে তাহলে সেখনা থেকে খুব সহজেই কিছু গুরুত্বপূর্ণ অংশ নিয়ে শর্ট ভিডিও তৈরি করে ফেলা যায়। এই রকম শর্ট ভিডিও গুলো থেকে সাইটে ভিজিটর টানাটা সহজ হয়ে যায়।

– আপানর অডিয়েন্স এর বিভিন্ন রকম চ্যালেঞ্জ নিয়ে বানিয়ে ফেলতে পারুন শর্ট ভিডিও।

– টিম মেম্বার সহ আপানি যেখানে অফিস করছেন সেখানের চিত্র ফুটিয়ে তুলা যেতে পারে শর্ট ভিডিওর মাধ্যমে। এই ধরণের ভিডিও সম্পর্কটাকে দৃঢ় করতে সাহায্য করবে আপনার ক্লায়েন্ট এর সাথে।

– বিভিন্ন রকমের উৎসবকে কেন্দ্র করে তৈরি প্লাটফর্মগুলোর জন্য তৈরি হতে পারে শর্ট ভিডিও।

– বিভিন্ন রকমের টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে তৈরি করা যেতে পারে শর্ট ভিডিও।

– ইন্ডাস্ট্রির ধরণ অনুযায়ী বিভিন্ন রকমের মোটিভেশনাল ভিডিও বানানো যেতে পারে। ধরুন আপনি যদি ডিজিটাল মারকেটিং ইন্ডাস্ট্রিতে থাকেন তাহলে উদ্যোক্তা দের জন্য মোটিভেশনাল ভিডিও তৈরি করতে পারুন।

– যেই ইন্ডাস্ট্রিতে আপনি থাকুন না কেন কিছু কমন প্রশ্নের সম্মুখীন আপনাকে হতে হয়। এইরকম কমন প্রশ্নের উত্তরগুলি নিয়ে তৈরি ক্রয়া যেতে পারে শর্ট ভিডিও।

শর্ট ভিডিও বলতে সাধারণত ১০ সেকেন্ড থেকে ১ মিনিট দৈর্ঘের ভিডিওগুলি বুঝান হয়। কোন রকম সন্দেহ ছাড়া বলা যায় শর্ট ভিডিও হতে পারে আপানর ব্র্যান্ডকে আরও এক ধাপ এগিয়ে নেয়ার উপায়। শর্ট ভিডিওর মাধ্যমে খুব সহজেই আপনি পারছেন আপানর ব্র্যান্ডকে একটিভ রাখতে অডিয়েন্স এর কাছে। উপরে কিছু আইডিয়া শেয়ার করলাম যেগুলো ব্যাবহার করতে পারলে কিছুটা হলেও আপনি উপকৃত হবেন।

লেখকঃ মোহাম্মদ ইমন খান (ডিজিটাল মার্কেটার)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *