ফেসবুক মার্কেটিং টিপস- ১ম পর্ব

এক নজরে দেখে নেই ফেসবুকের কিছু মার্কেটিং টিপস যা কিনা আপনার বিজনেসকে সামনের দিকে এগিয়ে নিতে সাহায্য করবে।

  • ক্যাম্পেইন বাজেট যদি বেশি হয়ে থাকে A/B টেস্টিং অপরিহার্য আপনার জন্য।
  • ফেসবুক মার্কেটিং শুরুর আগে ফেসবুকের বিভিন্ন পলিসিগুলোতে চোখ বুলিয়ে নিন।
  • বিজনেস পেইজে বিপুল সংখ্যক লাইক থাকা মানে এই নয় যে আপনার সেল বহুগুনে বেড়ে যাবে।
  • ভালো রেসপন্স পেতে হলে টার্গেট অডিয়েন্স নিয়ে রিসার্চ করার বিকল্প নেই।
  • ভালো অর্গানিক রিচ পাবার জন্য ফেসবুক পেইজ এর পাশাপাশি বিজনেসের জন্য ফেসবুক গ্রুপ খুলতে ভুলবেন না একদমই।
  • শুধুমাত্র অর্গানিক রিচ এর উপর নির্ভর করে বেশিদূর অগ্রসর হওয়া সম্ভব না। পেইড প্রমোশনটাকেও সাথে রাখুন ।
  • কনভার্সন রেট বাড়াতে শর্ট ভিডিও কিন্তু বেশ কার্যকরী।
  • আপনার বিজনেস পেইজের সাথে ইন্সটাগ্রাম একাউন্টটি যুক্ত করে ফেলুন।
  • প্রোডাক্ট ফোটোগ্রাফিতে মনোযোগ বাড়াতে হবে
  • বিজনেস পেইজে পোস্ট করার ক্ষেত্রে ধারাবাহিকতা বজায় রাখুন I
  • পোস্ট এর ক্যাপশন যতটুকু পারা যায় ছোট রাখাই শ্রেয়।
  • ভালো অরগানিক রিচ পাবার জন্য ফেসবুক গ্রুপ কিন্তু বেশ কার্যকরী।
  • Facebook Ads Library ব্যবহার করে কম্পিটিটরদের এড এনালাইসিস করতে পারবেন খুব সহজেই।
  • ক্যাম্পেইন মনিটরিংটাও ঠিকভাবে চালিয়ে যেতে হবে কিন্তু ।
  • ক্যাম্পেইন সেটআপ করার পর লার্নিং স্টেজে (ফেসবুক এড ম্যানেজার) কোন কিছু আপডেট না করাই উত্তম।

ছোট ছোট এই বিষয়গুলো মাথায় রেখে কাজ করতে পারলে ফেসবুক হতে পারে আপনার জন্য হতে পারে জাদুর কাঠি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *